সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: বি চৌধুরী

সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, “ষড়যন্ত্র মোকাবেলা করে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের ব্যাপারে সতর্ক থাকুন।”

শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া মোড়ে উপজেলা বিকল্প ধারা আয়োজিত দলীয় নেতা-কর্মীদের এক মতবিনিময় সভায় বি চৌধুরী এ কথা বলেন।

বিগত জোট সরকারের সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি বলেন, “ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এ চিহ্নিত দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে।”

মহাদেবপুর উপজেলা আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব শাহ আহমেদ বাদল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মান্নান, জেলা আহবায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন, মান্দা উপজেলা আহবায়ক অ্যাডভোকেট আব্দুস ছালাম প্রমুখ।

মতবিনিময় সভার আগে বি চৌধুরী ঘোষপাড়া মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

তিনি পোরশা ও ধামইরহাট উপজেলা বিকল্প ধারা আয়োজিত মতবিনিময় সভায়ও যোগ দেন।

Leave a Reply