মুন্সীগঞ্জে সারের মূল্য ৫০০টাকা বৃদ্ধি

আলুর মৌসুম শুরু হতে না হতেই মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে এক রাতের ব্যবধানে সারের মূল্য বস্তা প্রতি ৫০০ টাকা বেড়ে গেছে। মঙ্গলবার মুন্সীরহাটে আগের দিনের তুলনায় প্রতি বস্তা সার ৫০০ টাকা বেশি মূল্য বিক্রি হয়। ফলে অনেক কৃষকই সার না কিনে বাড়ি ফিরে যান।

জানা যায়, সোমবার টিএসপি ২ হাজার ৯৮০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হলেও মঙ্গলবার সেই সার ৩ হাজার ৫০০ টাকা এবং এমওপি ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা করে বিক্রি করা হয়েছে। চরাঞ্চলের হোগলাকান্দির আবদুল হালিম, টরকীর রহমতউল্লাহ, বকচর গ্রামের সোবহান খাঁ সোমবারের তুলনায় মঙ্গলবার বেশি মূল্য টিএসপি এবং এমওপি সার কিনেছেন।

Leave a Reply