কাজী দীপু: মুন্সীগঞ্জ থেকে: এবারই প্রথম বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্টপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবেন। বিকল্পধারার দূর্গ গড়তে আসন্ন নির্বাচনে জাতীয় যুক্তফ্রন্ট থেকে মুন্সীগঞ্জ-১ ও ২ আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। বিএনপিকে ঘায়েল করতে ইতোমধ্যেই সেখানে বিকল্পধারার দূর্গ গড়ে তুলতে কাজও শুরু করেছেন অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। অথচ একসময় তার নেতৃত্বেই বিএনপির দূর্গে পরিনত হয়েছিল মুন্সীগঞ্জ। এদিকে রাজনৈতিক অঙ্গনে বি চৌধুরীর অবস্থান ধরে রাখতে হলে আসন্ন নির্বাচন অগ্নি পরীক্ষায় রূপ নিতে পারে বলে সচেতন মহলের ধারণা। অন্যদিকে মহাজোট, চারদলীয় জোট ও সাধারন ভোটাররাও মনে করছেন এবারের নির্বাচন বি চৌধুরীর জন্য ‘প্রেস্টিজ ইস্যু’তে পরিনত হবে। মুন্সীগঞ্জ-১ আসনে বি চৌধুরীর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন মহাজোটের সুকুমার রন্জন ঘোষ ও চারদলীয় জোটের শাহ মোয়াজ্জেম হোসেন। সম্পাদনা: অভিজিৎ ভট্টাচার্য
Leave a Reply