মুন্সীগঞ্জে নন-জুডিশিয়াল স্ট্যাম্প দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। নভেম্বর-ডিসেম্বরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চাহিদা বেড়ে যাওয়ায় স্ট্যাম্প ভেন্ডররা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে গ্রাহকরা হয়ে পড়েছে অসহায়। প্রশাসন এ ব্যাপারে রয়েছে উদাসীন।
সরেজমিন জানা গেছে, মুন্সীগঞ্জে মোট ৩৮টি লাইসেন্সধারী স্ট্যাম্প ভেন্ডর রয়েছে। ২ টাকা থেকে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প দ্বিগুণেরও অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে গ্রাহকদের কাছে। নভেম্বর-ডিসেম্বরে ব্যাংক থেকে কৃষিঋণ ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ নেয়ার সময় বিশেষত ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প লাগে। এ সময় ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে স্ট্যাম্প ভেন্ডররা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে ১০০, ৭৫ ও ৫০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের চাহিদা অপেক্ষাকৃত বেশি থাকায় সঙ্কটের অজুহাত দেখিয়ে স্ট্যাম্প ভেন্ডররা অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে।
Leave a Reply