বি চৌধুরীর প্রচারণায় ৩শ’ পল্লী চিকিৎসক

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: নির্বাচনকে টার্গেট করে মুন্সীগঞ্জ-১ ও ২ আসনে যুক্তফ্রন্টের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পক্ষে প্রচারাভিযানে নেমেছেন ৩ শতাধিক পল্লী চিকিৎসক। নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানের দুই শতাধিক ফার্মেসিতে কর্মরত পল্লী চিকিৎসকদের তালিকাও রয়েছে বি চৌধুরীর কাছে। এর আগে ঢাকার বারিধারার বাসভবনে এসব পল্লী চিকিৎসকের সঙ্গে বৈঠক করেন তিনি। দলীয় নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মুন্সীগঞ্জ-১ ও ২ আসনের নির্বাচনি এলাকা ওষুধের দোকান ও ফার্মেসিতে বসেই পল্লী চিকিৎসকরা ক্রেতা ও রোগীদের কাছে বি চৌধুরী সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরছেন।

Leave a Reply