ভিআইপি প্রার্থীদের ঈদ উৎসবের প্রস্তুতিতে সরগরম মুন্সীগঞ্জের ৩টি নির্বাচনি এলাকা

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জে ৩টি নির্বাচনি এলাকা মহাজোট, চারদলীয় জোট ও যুক্তফ্রন্টের ভিআইপি প্রার্থীদের ঈদ উৎসবের প্রস্তুতিতে সরগরম হয়ে ওঠেছে। ভিআইপি প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উৎসব পালনের প্রস্তুতি নেয়ায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। বিভিন্ন সূত্র জানায়, মুন্সীগঞ্জ-আসনের চারদলীয় প্রার্থী ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম জেলা শহরের প্রধান ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করে পুরো দিনটিই পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মুন্সীগঞ্জ-২ আসনের চারদলীয় প্রার্থী মিজানুর রহমান সিন্হা লৌহজং উপজেলার বেলতলী মাঠে ঈদের নামাজ আদায় করবেন। মহাজোটের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি গ্রামের বাড়ি কলমার ডহুরীতে ঈদ কাটাবেন। যুক্তফ্রন্ট প্রার্থী অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তার নিজ গ্রাম মজিদপুর দয়াহাটায় ঈদের নামাজ আদায় করে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে বেড়াবেন গ্রামে গ্রামে। মুন্সীগঞ্জ-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন শ্রীনগর স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময়ের পর সিরাজদিখানের ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সম্পাদনা: শাহজাহান কমর

Leave a Reply