শ্রীনগরে শাহ মোয়াজ্জেম হোসেন
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর, সিরাজদিখান) আসনে চারদলীয় জোট মনোনীত প্রার্থী সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য হ্রাস, সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা, তাঁবেদারমুক্ত ও সুষ্ঠু গণতন্ত্র বিকাশ এবং জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত করতে চারদলীয় জোটকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। শাহ মোয়াজ্জেম হোসেন গতকাল শ্রীনগর উপজেলায় তার মায়ের কবর জিয়ারত শেষে বিভিন্ন নির্বাচনী সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে চারদলীয় জোটের বিজয় নিশ্চিত হলো। সে সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি (৯১)ই ধারা স্থগিত করারও আহ্বান জানান তিনি।
নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আপনারা দেখেছেন এ দেশের জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এজন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপিকে তারা বারবার নির্বাচিত করেছে। কারণ এ দেশের মানুষ জানে, দেশের মাটি, মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ।
এ সময় আনোয়ার হোসেন, মাসুদ আহমেদ, শেখ মো. নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মী শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply