সোনিয়া হাবিব লাবনী
৫ ডিসেন্বর শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুগান্তর স্বজন সমাবেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়। ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যা ৬টা তখন অতিথি, যুগান্তরের স্বজন ও তাদের স্বজনদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে বিশাল মিলনায়তনটি। অন্ধকার মিলনায়তনে আগত অতিথি কর্তৃক মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মিলনায়তনটি। উপস্থিত দর্শকরা করতালির মধ্য দিয়ে উপভোগ করেন এ পর্বটি।
শুরু হয় আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহবুব-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলী নূর। সম্মানিত অতিথি ছিলেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, যুগান্তর প্রতিনিধি ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব মোঃ আরিফ-উল-ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুস সালাম। স্বজন সমাবেশের সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বজনের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবণী, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মুঃ সোহেল রানা রানু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুগ্ম সম্পাদক সুজন হায়দার জনি।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ মাহবুব-উল ইসলাম বলেন, আমাদের সমাজ, রাষ্ট্রের জন্য যুগান্তর পত্রিকার পথপরিক্রমা অত্যন্ত অর্থবহ। পাঠকের অন্তর্দৃষ্টিকে উšে§াচিত করার জন্য কাজ করছে এবং আগামী দিনেও করবে বলে আমরা বিশ্বাস করি। আমি মনে করি যুগান্তরের সঙ্গে যারা জড়িত তারা রুচিবান মানুষ। তারা সুন্দর কাজে নিজেদের যুক্ত রেখেছে।
বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, এ সমাজে যে মন্দ জিনিস আছে তার থেকে যারা সামাজিক, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বঞ্চিত তাদের জন্য কাজ করে যাবে। তিনি স্বজনদের উদ্দেশে বলেন, যুগান্তর পত্রিকা আরও মানসম্মত ও পাঠকদের কাছাকাছি নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যদিও ইতিমধ্যে যুগান্তর একটি ভালো পাঠচক্র তৈরি করে ফেলেছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলী নূর বলেন, প্রত্যেকের মধ্যে সৃজনশীলতা মেধা আছে, এ কমিটির মাধ্যমে আমাদের সমাজে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যে মেধাগুলো আছে তা আহরণ এবং সংকলিত করবে।
স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বলেন, যুগান্তর স্বজন সমাবেশের লাখ স্বজন সারা দেশে বিভিন্ন কল্যানমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সামাজিক ভাবে দায়বদ্ধ স্বজনরা মুন্সীগঞ্জেও সে ধারা অব্যাহত রেখেছে। যার লক্ষ্য সুন্দর একটি বাংলাদেশ গড়ার।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন সমাবেশের শিল্পী সম্পাদক সোনিয়া হাবিব লাবণী, সাংস্কৃতিক সম্পাদক খেয়ালী কর্মকার, সহসভাপতি বাসু দেব হালদার ও সদস্য আশিকুর রহমান সঙ্গীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন স্বজন মেহেদী হাসান ও অর্চি এবং একঝাঁক ক্ষুদে নৃত্য শিল্পী ছোঁয়া, মাম্পী, চৈতী, পূজা, লিন্তা, সাঝি, সায়মা, পলক, মাহিম ও মনিকার নৃত্য দর্শকদের আনন্দ দেয়। এছাড়াও খালিদ হাসান মিলুর ছেলে তরুণ কণ্ঠশিল্পী প্রতিক হাসানের গান দর্শকদের মাতিয়ে তোলে।
সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ স্বজন সমাবেশ
Leave a Reply