খোকা-বি চৌধুরী ভোট কাটাকাটিতে সুবিধা হবে মহাজোট প্রার্থী দীপুর

ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী
কাগজ প্রতিবেদক : সারা দেশের মতো ঢাকা-৬ আসনের প্রার্থীরাও এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ আসনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান খান দীপু, চারদলীয় জোটপ্রার্থী সাদেক হোসেন খোকা এবং বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মধ্যেই। ত্রিমুখী এই লড়াইয়ে বি চৌধুরী ও সাদেক হোসেন খোকার মধ্যে বিএনপির ভোট ভাগাভাগির হওয়ার সম্ভাবনা থাকায় আওয়ামী লীগের প্রার্থী দীপুর জয় পেতে অনেকটাই সহজ হবে বলে মনে করছেন এলাকার জনগণ।
ঢাকা সিটি করপোরেশনের ৭০,৭৩,৭৪,৭৫,৭৬,৭৭,৭৮,৭৯, ৮০,৮১ ও ৮২ নং ওয়ার্ড নিয়ে এ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৫৪০। ২০০১ সালের নির্বাচনে সাদেক হোসেন খোকা এ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। প্রধান তিন প্রার্থী ছাড়াও আরো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন কৃষক-শ্রমিক জনতা লীগের শামসের আলী তালুকদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের হাজি মনোয়ার খান ও তরিকত ফেডারেশনের এম আহসান আতিক।
নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি থাকায় সব প্রার্থীই এখন মাঠ চষে বেড়াচ্ছেন। নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে তারা গণসংযোগ করছেন। পাশাপাশি চলছে মিছিল-সমাবেশ। প্রার্থীরা নানা প্রতিশ্র“তি দিচ্ছেন ভোটারদের।
বিকল্পধারার প্রার্থী বদরুদ্দেজা চৌধুরী বলেন, এ এলাকার প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। আমি নির্বাচিত হলে এ সমস্যার সমাধান করা হবে। এজন্য প্রয়োজনে শীতলক্ষ্যা নদী থেকে পানি আনতে হবে। রাজধানীর উত্তরে যেতে সার্কুলার ফ্লাইওভার করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। মহাজোটের প্রার্থী মিজানুর রহমান দীপু বলেন, এ এলাকার প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। এজন্য অবশ্যই সুয়ারেজ লাইন ঠিক করতে হবে। তাছাড়া বিগত সরকারের সময় কোনো উন্নয়ন না হওয়ায় এ এলাকা অবহেলিত। আমি নির্বাচিত হলে নতুন রাস্তাঘাট তৈরি করা হবে। এ এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। আমি এ এলাকাকে ডিজিটাল শহর হিসেবে গড়ে তুলতে চাই।
চারদলের প্রার্থী ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, আমি এলাকার যে উন্নয়ন করেছি তার ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবারো আমাকে ভোট দেবেন। আমি শুধু এমপি হিসেবে নয়, ঢাকার মেয়র হিসেবে রাজধানীতে সৌন্দর্য্য বৃদ্ধিকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। সবকিছু হিসাব করে ভোটাররা আমাকেই ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশ ও মানুষ বাঁচাতে হলে চারদলীয় জোট সরকারের কোনো বিকল্প নেই ।
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের আগে সবাই উন্নয়নের কথা বললেও পরে ভুলে যায়। বিগত সময়ে এ এলাকার প্রধান সমস্যা পানি সমস্যার কোনো সমাধান হয়নি । যোগাযোগ ব্যবস্থারও কোনো উন্নতি হয়নি। মিথ্যা আশ্বাস দিয়ে আর ভোট নেয়া যাবে না। এ এলাকার প্রবীণ ব্যক্তি মিনহাজ উদ্দিন বলেন, মেয়র উন্নয়নের কথা বললেও মূলত উন্নয়ন হয়েছে তার নিজের, এলাকার নয়, সেটা জানা গেছে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রকাশিত তার সম্পদ বিবরণী এবং তার নানা অনিয়ম-দুর্নীতির কাহিনী থেকে। মুদি দোকানদার আব্দুল খালেক জানান, এবার তরুণদের পালে হাওয়া লেগেছে । আমরা কোনো দুর্নীতিবাজকে আর ভোট দিতে চাই না । কলেজ শিক্ষক তৌহিদুর রহমান বলেন, মূলত এ আসনে লড়াই হবে প্রবীণ ও নবীনের মধ্যে। তার মতে, বিএনপির ভোট ভাগ হয়ে যাবে বি চৌধুরী ও খোকার মধ্যে। এ সুযোগে মহাজোটের প্রার্থী দীপুর জয় অনেকটাই সহজ হবে। তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, এবারো এ আসনে খোকার জয় সুনিশ্চিত। কারণ, খোকা একজন ত্যাগী নেতা। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। সে কারণেই তিনি দল-মত নির্বিশেষে সবার ভোট পাবেন। আওয়ামী লীগ সমর্থিতদের মতে, মিজানুর রহমান দীপু তরুণ প্রজন্মের অহঙ্কার। একজন সৎ মানুষ হিসেবে তিনি সবার প্রিয়। তাই দল-মত নির্বিশেষে সবাই তাকেই ভোট দেবে। বিকল্পধারার নেতাকর্মীরা জানান, একজন সৎ রাজনীতিবিদ হিসেবে বি চৌধুরী সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তাই শেষ পর্যন্ত নির্বাচনে তিনিই জয়ী হবেন। এদিকে প্রার্থীরা এখন নাওয়া-খাওয়া ভুলে নিজ নিজ সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

Leave a Reply