সংসদ সদস্য প্রার্থীরা এক মঞ্চে

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ৫ সংসদ সদস্য পদপ্রার্থী জনকল্যাণমহৃলক কাজে নিবেদিত থাকার পাশাপাশি নারী ও শিশুদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে গুরুÍ^ দিতে চান। রোববার বিকেলে মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্কপ্পকলা একাডেমীতে জেলা সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এম ইদ্রিস আলী, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান, কমিউনি¯দ্ব পার্টির প্রার্থী শ ম কামাল হোসেন, পিডিপি প্রার্থী নুরুল ইসলাম, জেএসডির প্রার্থী মোঃ মিল্কল্টন হোসেন এ প্রতিশ্র“তি দেন।

Leave a Reply