মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

কাজী দীপু মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উপজেলা নির্বাচন নিয়ে গত বৃহস্পতিবার আওয়াম ীলীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করার লক্ষ্যে টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া স্কুল প্রাঙ্গনে আওয়ামী লীগের বিশেষ সভা শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শান্তিপূর্ণভাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহাবুবউদ্দিন বীর বিক্রম উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২২ জানুয়ারীর উপজেলা নির্বাচনে টঙ্গিবাড়িতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী ভোটযুদ্ধে লিপ্ত হলে নেতাকর্মীদের মধ্যে হযবরল অবস্থার সৃষ্টি হয়। তা নিরসনের লক্ষ্যে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিশেষ সভা আহবান করে। নেতাকর্মীরা জানায়, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বিশেষ সভার নির্ধারিত স্থানে পৌছলে উপজেলা প্রার্থী জগলুল হালদার ভুতুর সমর্থকরা তার পক্ষে স্লোগান দিলে অপর চেয়ারম্যান প্রার্থী কাজী ওয়াহিদের সমর্থকরা উত্তেজিত হয়ে উঠলে হাতাহাতি ঘটনা ঘটে।

Leave a Reply