মুন্সিগঞ্জে কলেজ ছাত্র খুন

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখা নগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাগরকে (১৬) নৃশংসভাবে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজদিখান বাড়ৈপাড়া সম্রাট কোল্ড স্টোরেজের পার্শ্বে খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কতিপয় যুবক সাগরকে ফেগুনাসার গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি। সিরাজদিখান থানায় হত্যা মামলা হয়েছে।

Leave a Reply