মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন যুবলীগ নেতা রেফায়েত উল্লাহ খান তোতা মিয়া। গত রোববার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের ভোটে তিনি বিজয়ী হন।
কাউন্সিলরদের সভায় উপস্থিত ছিলেন সাংসদ এম ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান, আকতারুজ্জামান, আওলাদ হোসেন প্রমুখ।
রেফায়েত উল্লাহ খান তোতা মিয়া দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তিনি ব্যাপক গণসংযোগ, এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণসহ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। তরুণ সমাজসেবক রেফায়েত উল্লাহ খান তুসুকা গ্র“পের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি অবহেলিত এ উপজেলার উন্নয়নে কাজ করতে চান বিজ্ঞপ্তি।
Leave a Reply