মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রাচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট পাওয়ার লক্ষ্যে কুশল বিনিময় করছেন। প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন স্থানে গিয়ে পথসভা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছে। এছাড়া মিছিল ও মাইকিংয়ে হাট-বাজারসহ সর্বত্র সরগরম হয়ে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রধান সড়কসহ লিংক রোডগুলোর উপরও পোস্টার টানানো হয়েছে। প্রার্থীরা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
এখানে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান ৬ জন হলেও মূলত প্রতিদ্বন্দিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিএনপি সভাপতি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মো: মহিউদ্দিন (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম (চেয়ার) ও বিএনপি উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের (মাছ) মধ্যে প্রতিদ্বন্দি¦তা হবে বলে ভোটারদের ধারণা। তবে শক্ত অবস্থানে রয়েছে মো: মহিউদ্দিন আহম্মদ ও আব্দুস সালাম।
মহিলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দি¦তা হবে আওয়ামী লীগের হেলেনা আক্তারের সঙ্গে বিএনপি’র শিলা কামাল ও মনোয়ারা সিকদারের মধ্যে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ¦ী হলেও প্রতিদ্বন্দি¦তা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেমের সঙ্গে বিএনপি’র এম.এ. বাতেনের।
এখানে ১ লাখ ৬৩ হাজার ৩শ’ ৫৩ জন ভোটারের উপর নির্ভর করছে কে নির্বাচিত হবেন। এখানে মহিলা ভোটার ৮৫ হাজার ১শ’ ৮০ ও পুরুষ ভোটার ৭৮ হাজার ১শ’ ৭৩ জন।
Leave a Reply