মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জ্ঞান অর্জনের জন্য বয়স ও বায়োলিজিক্যাল বয়স এইজ কোনো বিষয় নয়। জ্ঞান অর্জনের মধ্যে না থাকলে মানুষ মৃত হয়ে পড়ে। একজন উচ্চশিক্ষিত লোককে যখন সমাজের বিভিন্ন দায়িত্ব দেয়া হয় তখন তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তাদের মধ্যে ব্যর্থতা ও দেশ প্রেমের অভাব থাকে। আমরা কতজন লোক দেশকে ও প্রতিষ্ঠানকে ভালোবাসি। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত। যে ডিজিটাল বাংলাদেশের কথা, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও গণতান্ত্রিক দেশের কথা বলা হয়েছে তার জন্য আজকের প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সংবিধানে স্বপ্ন দেখার বিষয়টি নেই, কিন্তু সে স্বপ্ন দেখাতে হবে আজকের তরুণ প্রজন্মকে।
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অগ্রসর বিক্রমপুর মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি প্রভাষক মো: জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে সভায় সম্মানীয় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় পর্ষদের সভাপতি নূহ-উল-আলম লেনিন, বিএমএ’র সাবেক সভাপতি ডা. রশীদ-ই-মাহবুব নীরু, যুগ্ম সচিব এম এ হান্নান, অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক এনামুল চৌধুরী খসরু ও প্যারাডাইস গ্রুপের ব্যবস্খাপনা পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন। অনুষ্ঠানে গুণীজন হিসেবে প্রবীণ রাজনীতিক ও সাবেক এমপি আবদুল করীম ব্যাপারী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদা খানম এবং রত্নগর্ভা মা হিসেবে লুৎফুন্নেছা সাগর ও হাবিবুন্নেছাকে সম্মাননা দেয়া হয়।

Leave a Reply