শুধু সাহারা খাতুন নন, দোয়া নিতে সামছু পাগলার বাড়িতে যান বহু নামি-দামি মানুষ

shamsu-paglaকাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে:
স্বরাষ্টমন্ত্রী সাহারা খাতুন গত মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পুড়া গ্রামে সামছু পাগলার বাড়িতে গিয়েছিলেন দোয়া নিতে। যাতে তিনি সুন্দরভাবে ও দক্ষতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন। গতকাল এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একথা জানান ৭০ বছর বয়স্ক সামছু পাগলা। একান্তে তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কী আলাপ হয়েছে তা বলতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, বাড়ির উঠানে ৮/১০ মিনিট থেকে স্বরাষ্টমন্ত্রী সাহারা খাতুন চলে গেছেন।

সামছু পাগলা জানান, এর আগেও স্বরাষ্টমন্ত্রী সাহারা খাতুন সামছু পাগলার বাড়িতে ৩ বার এসেছিলেন। প্রথমবার আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে, দ্বিতীয়বার আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত হওয়ার পর এবং তৃতীয়বার ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার পর এসেছিলেন। প্রতিবারই সামছু পাগলা তাকে দোয়া করেন। সর্বশেষ সামছু পাগলা বলেছিলেন, এবার জাতীয় নির্বাচনে সাহারা খাতুন জয়ী হবেন এবং শেখ হাসিনার আস্থাভাজন হয়ে বড় দায়িত্বে নিয়োজিত হবেন। স্বরাষ্টমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মঙ্গলবার তিনি দোয়া নিতে যান। জানা গেছে, স্বরাষ্টমন্ত্রী বড় রায়পুড়া গ্রামে আসবেন তা দুদিন আগেই তার লোকজন এসে সামছু পাগলাকে জানিয়ে গিয়েছিল।

সামছু পাগলা আরো দাবি করেন শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নন, তার কাছে দেশের অনেক নামীদামী মানুষসহ অসংখ্য ভক্ত দোয়া নিতে আসেন। তিনি তাদের সমস্যার কথা শুনে যদি মনে করেন তার দ্বারা সমাধান হবে তাহলে তিনি দোয়া দেন, নইলে না করে দেন। তিনি আরো বলেন, ২০০১ সালের নির্বাচনের আগে ঢাকা থেকে মীর্জা আব্বাস এসেছিলেন দোয়া নিতে। পরে নির্বাচনে জয়ী হয়ে তিনি চারদলীয় জোট সরকারের মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হন। এছাড়া সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সামছু পাগলার কাছে ৫ বার দোয়া নিয়ে ৫ বারই সংসদ সদস্য নির্বাচিত হন। মুন্সীগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম ইদ্রিস আলী নির্বাচনের আগে এসেছিলেন দোয়া নিতে। সে সময় সামছু পাগলা তাকে বলেছিলেন এবার আপনি জয়ী হবেন। তিনি জয়ী হলেও কৃতজ্ঞতা জানাতে আসেননি।

[ad#co-1]

Leave a Reply