মুক্তিযুদ্ধকালে পাক বাহিনীর মর্টার শেলের আঘাতে চট্টগ্রামের চকবাজারে নিহত তিন বোনের স্মরণে আগামীকাল শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের মসজিদ প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেল ৩টায় শহীদ পরিবারের পক্ষ থেকে এ স্মরণসভার আয়োজন করা হয়েছে। সংসদ সদস্য ও শ্রীনগর আওয়ামী লীগ সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভারতে কর্মরত বিশ্ব স্বাস্খ্য সংস্খার রিজিওনাল অ্যাডভাইজার শহীদ তিন বোনের বড় ভাই ডা. মোজহারুল হক প্রমুখ স্মরণসভায় উপস্খিত থাকবেন।
উল্লেখ্য, জেলার শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের শামসুল হক ছিলেন চট্টগ্রাম রেলওয়ের অ্যাকাউন্ট অফিসার। চাকরির সুবাদে পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামেই বসবাস করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে চকবাজার এলাকায় আশ্রয় নেন তিনি ও তার পরিবার।
’৭১ সালের ৪ এপ্রিল চকবাজার এলাকায় পাকবাহিনী মর্টার শেল ছুড়লে তার তিন মেয়ে আসমা বেগম, নাজমা বেগম ও ফাতেমা বেগম নিহত হন। চট্টগ্রাম গার্লস কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন আসমা এবং পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন নাজমা ও ফাতেমা।
Leave a Reply