সরকারি হরগঙ্গা কলেজে সঙ্গীতানুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের হামলা

ছাত্রলীগের অভিযোগ
কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শুক্রবার রাতে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিতাল’ আয়োজিত আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে ছাত্রদল এবং ছাত্রশিবির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগ কর্মীরা ঘটনাস্থল থেকে শিব্বির নামের একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে দেয় বলেও দাবি করে। অবশ্য সদর থানার ওসি কে এম আব্দুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেছেন, ছাত্রদের মধ্যে হাতাহাতির পর একজনকে আটক করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়টি ভিত্তিহীন। এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ প্রতিবাদ সভা করেছে।

অভিযোগে জানা যায়, সরকারি হরগঙ্গা কলেজে ত্রিতাল আয়োজিত আলোচনা সভা, র‌্যালি, চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। হরগঙ্গা কলেজের আশুতোষ হলে জেলা মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণসহ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে মত প্রকাশ করেন। সঙ্গীতানুষ্ঠানের শেষপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই হামলার ঘটনা ঘটে।

[ad#co-1]

Leave a Reply