মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভেজাল দুধ সরবরাহ

দুদিন ধরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত দ্বিতীয় ক্যাটাগরির (যাদের দুধ প্রয়োজন) রোগীদের প্রতিদিন বিনামূল্যে দুধ দেয়া হয়। তরল দুধ গরম করার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায়। যা রোগীদের খাওয়ার অনুপযোগী। ফলে রোগীরা দুধ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। ভেজাল পাউডার দুধ পানিতে গুলিয়ে হাসপাতালে সরবরাহ করছে ঠিকাদার জসিম। এ অভিযোগ করেন বাবুর্চি মমতাজ বেগম, আনোয়ারা বেগম ও রাশেদা বেগম। ঠিকাদারের সাপ্লাই ম্যান সুমন জানান, দুধ ঠিকমতো ছাকা হয় না বলে এরকম জমাট বেঁধে যায়।
পরে আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল করিমের হস্তক্ষেপে ঠিকাদার জসিম গত বৃহস্পতিবার দুধ পাল্টিয়ে দিতে বাধ্য হন। প্রতিদিন এ হাসপাতালে ১৫-২০ কেজি দুধ লাগে রোগীদের জন্য। রোগী প্রতি ৫৫০ গ্রাম দুধ বরাদ্দ।
হাসপাতালে ভর্তি রোগী বিলকিস আক্তার (৪০) অভিযোগ করেন, প্রায়ই দুধ নষ্ট হয়ে যাওয়ার কারণে রোগীরা দুধ খাওয়া থেকে বঞ্চিত থাকে।

Leave a Reply