মুন্সিগঞ্জে মাদ্রাসাছাত্রী মাইমুনা হক হত্যা মামলার আসামি মাদ্রাসা শিক্ষক সরওয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সরওয়ারকে ধরতে গতকাল বুধবার পুলিশ যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়।
গত মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার রন্ছ এলাকায় নিজ বাড়ি থেকে মাইমুনার জবাই করা লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, মাইমুনাকে কোরআন শরিফ পড়াতে গিয়ে তাকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করেছেন মাদ্রাসাশিক্ষক সরওয়ার হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় জানান, সরওয়ারকে ধরতে গতকাল তাঁরা তাঁর গ্রামের বাড়ি যশোরে চৌগাছার মুক্তারপুরে অভিযান চালান। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। সরওয়ারের স্ত্রী মোরশেদা তাঁদের জানিয়েছেন, বাড়িতে এলে সরওয়ার তাঁর সঙ্গে খারাপ আচরণ করত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আব্দুল্লাহ জানান, মাইমুনার বাবা এনামুল হক মঙ্গলবার রাতে বাদী হয়ে সরওয়ারকে আসামি করে মামলা দায়ের করেন। সরওয়ারের সহকর্মী আটক তিন মাদ্রাসার শিক্ষক থানা হেফাজতে রয়েছেন। প্রয়োজনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহত মাইমুনার পরিবার সুত্র জানায়, হত্যাকান্ডে ব্যবহূত চাপাতিটি গত সোমবার সরওয়ার মাদ্রাসা থেকে মাইমুনাদের বাড়িতে নিয়ে রাখে। চাপাতিটি কোরবানি ঈদে মাংস কাটার কাজে ব্যবহার করা হতো। চাপাতিটি বাড়িতে নেওয়ার পর সরওয়ার মাইমুনার বাবাকে তা শাণ দিয়ে রাখতে বলেন। সরওয়ারের কথামতো তিনি সোমবারই চাপাতিটি শাণ দিয়ে এনে বাড়িতে রাখেন। মাইমুনারা যে ঘরে পড়ত সেই ঘরেই চাপাতিটি রাখা ছিল।
Leave a Reply