মুক্তারপুর সেতু চালু হলেও দুর্ভোগ কমেনি

কাজী দীপু, মুন্সীগঞ্জ: সংযোগ সড়ক ছাড়াই মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ম্ক্তুারপুর সেতু উদ্বোধন হওয়ায় মুন্সীগঞ্জবাসীর স্বপ্নপূরণ হলেও দুর্ভোগ কমেনি।

সেতুর দুই পাশের রাস্তাঘাট উন্নয়ন এবং সেতু নির্মাণ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ ম্্্ক্তুারপুর-চাষাঢ়া সংযোগ নির্মাণ না করেই সেতুটি খুলে দেয়ায় যানজটের কারণে জনদুর্ভোগ বরং আগের চেয়ে কিছ-টা বেড়েছে। গত বছরের ১৮ফেব্র“য়ারি সেতুটি উদ্বোধন করা হয়। ভুক্তভোগীরা জানায়, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু হওয়ায় যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

তাই এ সড়কে চলাচলরত যাত্রীদের দাবি, দ্রুত মুক্তারপুর থেকে চাষাঢ়া পর্যন্ত ৬ কিমি.সংযোগ সড়ক নির্মাণ করা না হলে মুক্তারপুর সেতু এখানকার মানুষের খুব একটা উপকারে আসবে না।

Leave a Reply