কাজী দীপু, মুন্সীগঞ্জ: গজারিয়া উপজেলার টানবলাকি এলাকার মেঘনা নদীতে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় বৃহস্পতিবার রাতে হোসেন্দী এলাকায় শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গ্রামবাসী এ ব্যাপারে ঊর্ধতন কর্মকর্তাদের নজরদারি কামনা করেছেন। তবে গজারিয়া থানার পুলিশ বলেছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
জানা গেছে, টানবলাকী এলাকার সিদ্ধিরগঞ্জ মৌজার বালু মহালে গত ২৫ মার্চ শাহ পাহপরান, আওলাদসহ ১০-১২ জন চাঁদা দাবি করে ড্রেজার শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে মামলার আসামিরা নৌপথে চাঁদাবাজি করছে। পুলিশ গ্রেফতার না করায় গ্রামবাসী মিছিল ও প্রতিবাদ সভা করে।
Leave a Reply