মুন্সীগঞ্জে জলমহালের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্র“পের ধাওয়া পাল্টা-ধাওয়া

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: জলমহালের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে গতকাল মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আ’লীগের দুই গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কক্ষের দরজা জানালা বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ মনির নামের একজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২৫ জন টেন্ডার দাখিলের নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও যুবলীগ কর্মী আমিনুর রহমান আমিন সিডিউল জমা দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায় আমিনের লোকজন ছাত্রলীগ নেতা আকিব হোসেনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আ’লীগ নেতা শাহিন রেজা কাজল লাঞ্ছিত হয়।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম রায়না আহমেদ জানান, সদর উপজেরার জলমহালের (সুখবাসপুর দিঘির) টেন্ডার দাখিলের সময় ২৬ দরদাতা সিডিউল জমা দেন। ২৬ দরদাতার উপস্থিতিতে সর্ব্বোচ দরদাদাতা হিসেবে রাসেদ কবির সোহেল ইজারা পায়। এ নিয়ে পরিষদের বাহিরে তর্কতর্কির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সম্পাদনা: শাম্মী আক্তার

Leave a Reply