মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০

কাজী দীপু, মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া-দোহার সড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় গত শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে সাবেক শিক্ষা অফিসারসহ ২ ব্যক্তি নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে।

দোহার থেকে ছেড়ে আসা আরাম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ৯টার দিকে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান লৌহজং উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার। অপর নিহতের পরিচয় জানা যায়নি। আহত যাত্রী ঝন্টু (২২), আল মাসুম (১১) ও ইসমাইলকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Leave a Reply