মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে মঙ্গলবার শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার ড. খোন্দকার শওকত হোসেন।
শপথ গ্রহণ করেন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল ও মহিলা ভাইস-চেয়ারম্যান কিমানা কিবরীয়ানী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মীরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন বাবুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply