টঙ্গীবাড়ীতে গণধোলাই দিয়ে ৪ ডাকাতকে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রহরায় রেখেছে।
জানা গেছে, সোমবার ভোর রাতে ডাকাতরা হাতে ধারালো অস্ত্র নিয়ে উপজেলার বালিগাঁও বাজারের নয়াগাঁও গ্রামে ঘোরাফেরা করছিল। এলাকার লোকজন তাদের দেখে সন্দেহ করে চিৎকার দিয়ে লোক জড়ো করে। ডাকাতরা দৌড়ে পালাতে চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। ধৃত ডাকাতরা হলোÑ মনির (২২), আলম (২২), আলাউদ্দিন (২৪), জসীম (২৫)।
Leave a Reply