সাহসী কবিরা সমাজ বদলে অবদান রাখতে পারেন : ড. সিরাজুল ইসলাম চৌধুরী

কবি ও সাংবাদিক ড. মাহবুব হাসানের জš§দিন উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে দেশের বিশিষ্ট কবিদের সমাবেশ ঘটেছিল। কবিদের আলোচনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে জš§দিনের অনুষ্ঠান। কবির শুভাকাক্সক্ষী, বন্ধু ও সহকর্মীরা ফুলের তোড়া দিয়ে কবিকে অভিনন্দন জানান। কবির লেখা গল্প, প্রবন্ধ, উপন্যাস এবং কবিতা নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, কবিরা সাহসী মানুষ। তাই সাহসের সঙ্গে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ওপর দাঁড়িয়েও মানুষের কথা বলেন, কৃষকের আর্তনাদের কথা তুলে ধরেন। কবি মাহবুব হাসান তার কাব্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। তার রচনায় আন্তরিকতার অভাব নেই। কবির স্বপ্নÑ যা মানুষকে অনুপ্রাণিত করে, সমাজ চেতনায় জাগ্রত করে। তিনি বিচ্ছিন্ন না থেকে সাধারণ মানুষের সঙ্গে একাÍতা প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। এমন সাহসী কবিরা সমাজ বদলে অবদান রাখতে পারেন বলে তিনি মনে করেন।
কবির ৫৬তম জš§দিন উপলক্ষে জš§দিন উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কবি মাহবুব হাসানের লেখা ‘অন্য চোখে’ গ্রন্থের মোড়ক উšে§াচন করেন ড. সিরাজুল ইসলাম চৌধুরী। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে জš§দিনের অনুষ্ঠানে কবির লেখার ওপর আলোচনায় অংশ নেন কবি মাশুক চৌধুরী, শাহাবুদ্দিন নাগরী, সিরাজুল ইসলাম মুনির, রেজাউদ্দিন স্ট্যালিন, কবি জাহাঙ্গীর ফিরোজ, আসাদ মান্নান, শুচি সৈয়দ, নুরুল করিম নাসিম, ড. মোস্তফা মজিদ, ড. হামিদুল হক, কবি জামসেদ ওয়াজেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি জাকির আবু জাফর এবং ধন্যবাদ জানান কবি জাফরুল আহসান।

Leave a Reply