দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে মুন্সীগঞ্জে আ’লীগের পার্টি অফিস নেই

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কোনো অফিস নেই। পার্টি অফিসবিহীন পার্টি চলছে গত নয় বছর ধরে। জেলা কমিটি থাকলেও দল চলে অফিস ছাড়া। পার্টি অফিস না থাকার কারণে দাপ্তরিক ও সংগঠনিক কর্মকা- ব্যাহত হচ্ছে। চিঠিপত্র, পার্টির লিফলেট, পোস্টারসহ বিভিন্ন কাগজপত্র, উপকরণ সংরক্ষণ করা যাচ্ছে না। দু’ভাইয়ের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের পার্টি অফিস হচ্ছে না। এ অভিযোগ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিস বিহীন হয়ে পড়ে। এর আগ পর্যন্ত শহরের পুরনো কাচারি এলাকায় একটি পুরনো দোতলা ভবনের ছোট্ট একটি রুমে পার্টি অফিসের ঠিকানা ছিল। ভবনটি পরিত্যক্ত হওয়ার কারণে মালিক পক্ষ তা ভেঙে ফেলে। তখন থেকে জেলা আওয়ামী লীগ ঠিকানাবিহীন হয়ে পড়ে। সেখানে গড়ে উঠেছে মুন্সীগঞ্জ পাজা নামের পাঁচতলাবিশিষ্ট ভবন। এদিকে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস পার্টির নিজস্ব অফিস নির্মাণের জন্য মুন্সীগঞ্জ প্লাজার পাশে ছয় শতাংশ সরকারি খাস জায়গা লিজ নেয়ার উদ্যোগ নেন। তখন তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হন। কিন্তু এ উদ্যোগ ভেস্তে যায় তার বড় ভাই জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনের বিরোধের কারণে। মো. মহিউদ্দিন তখন ওই জায়গাটি পার্টি অফিসের জন্য লিজে না নিয়ে তা পরিত্যক্ত জমি দেখিয়ে নিজের জন্য বেনামে কিনে নিতে চান। ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর থেকে ক্ষমতার আধিপত্য ও পারিবারিক দ্বন্দ্ব পরিষ্কার হয়ে ওঠে। গোটা জেলায় আ’লীগ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। ২৬ সেপ্টেম্বর ২০০৫ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হয় তাদের ভাতিজা ও শহর ছাত্রলীগ সভাপতি তাসমিম-উজ-জামান তাপস। জেলা আ’লীগ সভাপতি মো. মহিউদ্দিনসহ ১৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন ছোট ভাই আনিসুজ্জামান আনিস। এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব আরো প্রকট হয়ে ওঠে। সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস জানান, সাবেক জেলা প্রশাসক নুরুল হককে দিয়ে মো. মহিউদ্দিন শহরের অনেক সরকারি খাস জমি অপ্রয়োজনীয় দেখিয়ে বিক্রি করিয়েছেন। মাত্র ১০ হাজার টাকা দিয়ে তার স্ত্রীর ভাইয়ের নামে ওই জায়গার অধিকাংশ ক্রয় করে। কোর্টে মামলা করে ওই জায়গা বেহাত হওয়া থেকে রক্ষা করা হয়। অন্যদিকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রধান সড়কের পাশের জায়গা লিজে নিয়ে পার্টি অফিস করতে চাইলেও তিনি বাধা দেন। অবজেকশন দিয়ে প্রক্রিয়া বন্ধ করে দেন। এভাবেই পার্টি অফিস আর করা হলো না।

Leave a Reply