শাম্মী আক্তার
সারাবিশ্বের সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) এর পক্ষ থেকে মিডিয়ার প্রতি বাংলাদেশের বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে বার্তাসংস্থা এনাকে বলা হয়েছে, দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে মুক্তি প্রদানের ঘটনাকে আমরা স্বাগত জানাচ্ছি। কেননা জনকণ্ঠ সম্পাদকের নাম সারাবিশ্বের বন্দি সাংবাদিকদের তালিকায় ছিল বেশ কয়েক মাস। কিন্তু এই মুক্তি প্রদানের ঘটনার মাধ্যমে মিডিয়ার প্রতি সরকারের উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে এটা উল্লেখ করার মত সময় এখনো হয়নি। তবে সিপিজে বাংলাদেশের মিডিয়ার ব্যাপারে গভীর দৃষ্টি রেখেছে এবং জনকণ্ঠ সম্পাদকের মুক্তির ব্যাপারটি মুক্ত সাংবাদিকতার প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চার মাসপূর্তি উপলক্ষে মতামত জানতে চাইলে সিপিজের এশিয়া বিষয়ক সমন্বয়কারী বব ডায়েটজ এ বিবৃতি প্রদান করেন।
এর আগে সিপিজে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন সাংবাদিকতার বিরুদ্ধে ওই সব দেশের সরকারের বৈরি আচরণের ওপর একটি রিপোর্ট প্রকাশ করে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রকাশিত ওই রিপোর্টে অনলাইন সাংবাদিকতায় সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা যে ১০টি দেশে ঘটছে তার মধ্যে বাংলাদেশ নেই। দেশগুলো হচ্ছে বার্মা, ইরান, সিরিয়া, কিউবা, সৌদি আরব, ভিয়েতনাম, তিউনিসিয়া, তুর্কেমেনিস্তান এবং মিশর।
Leave a Reply