যানজটে পড়ে একটু ঘুমিয়ে নিলেন ডেপুটি স্পিকার

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফকির বাড়ি এলাকায় দীর্ঘ যানজটের কবলে পড়ে নিজ গাড়িতেই ঘুমিয়ে পড়লেন জাতীয় সংসদের ডেপুটি ¯স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। গতকাল সকাল ৯টা থেকে প্রায় দেড়ঘণ্টা তিনি ওই এলাকায় যানজটে আটকে ছিলেন। তিনি সস্ত্রীক শরীয়তপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

বিইডবি¬উটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম বলেন, রানীক্ষেত ও কিশোরীসহ চারটি ফেরি ডকইয়ার্ডে মেরামতের জন্য নেয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি সংকট দেখা দেয়। এছাড়া শুক্রবার ছুটির দিন হওয়ায় গতকাল সকাল থেকে যানজটের সৃষ্টি হয়। সকাল ৯টায় ডেপুটি স্পিকার শওকত আলী যানজটে আটকা পড়েন। সাড়ে ১০টায় তিনি মাওয়া ৩নং ঘাট হয়ে ফেরি যশোরে চড়ে গন্তব্যে রওনা হন।

Leave a Reply