রাষ্ট্রধর্ম ঘোষণা বাতিল করতে হবে : সি আর দত্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম বলেছেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা বাতিল করতে হবে। এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার মধ্য দিয়ে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়েছেন। তিনি ’৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তনেরও দাবি জানান।
শুক্রবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সি আর দত্ত প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

সি আর দত্ত আরো বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে তারা ’৭১-এ যেভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন সেভাবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ থাকতে হবে। এ দেশের মুক্তিযোদ্ধারাও ঐক্যবদ্ধ নয়। তাই তারা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। সম্মেলনে অ্যাডভোকেট অজয় চক্রবর্তীকে সভাপতি ও সমর ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ৭৭ জন কাউন্সিলর সম্মেলনে ভোট দেন। মুন্সীগঞ্জে এবারই প্রথম পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হলো।

জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক অনিল কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মমতাজ বেগম, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সতেন্দ্র চন্দ্র ভক্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভূষণ পাল, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. হোসেন বাবুল, মিরকাদিম পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন রেনু, মুন্সীগঞ্জ জেলার পিপি অ্যাডভোকেট আবদুল মতিন, সাবেক ডিআইজি সত্যরঞ্জন বাড়ৈ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

[ad#co-1]

2 Responses

Write a Comment»
  1. “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম বলেছেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা বাতিল করতে হবে। এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার মধ্য দিয়ে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়েছেন। তিনি ’৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তনেরও দাবি জানান।”
    its nice to here that!! we(muslim) have seated wearing BENGALS in our hand and listening to all these coz we let them speak against us. Isn’t it shame for muslim!!!
    i think you have better things to think how to develop the current situation of bangladesh. ppl didnt vote you to waste time implementing all those rules which already accepted by ppl of bangladesh. GO ON MAN. GO AND DO SOMETHING GOOD FOR THE COUNTRY. IF YOU CAN BRING ANY DIFFERENCE, NO BODY WILL THINK THAT YOU ARE THE SECOND CATEGORY CITYZEN OF BANGLDESH.
    (many things to write…running out of time)
    to Tayab vai, How can i see other’s comments on this. Pls suggest. Thnx alot.

    1. Thanks for ur comment, Rony. I guess if someone make any comment after you, wordpress will send a notification to your email. Take care.

Leave a Reply