পদ্মা সেতু নির্মাণে জাপান সরকার দ্বিগুণ অর্থ সহায়তা দেবে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য জাপান সরকারের কাছ থেকে অধিকতর অর্থ সহায়তা পাওয়া যাবে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে গতকাল জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাউকি ইন্যু যোগাযোগ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য জাপান ইতিপূর্বে ২০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার আশ্বাস দিয়েছিল। এ সেতু নির্মাণে জাপান সরকার ঋণ সহায়তার পরিমাণ দ্বিগুণে উন্নীত করবে।

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে পাতাল রেল চালু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির বিষয়ে জাইকা সমীক্ষা পরিচালনা করছে এবং এক্ষেত্রে জাপানের সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, সড়ক, সেতু ও রেলওয়ের উন্নয়নসহ যোগাযোগ সেক্টরে জাপানের কাছ থেকে সর্বাধিক সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। সম্পাদনা: হাসান জাকির

Leave a Reply