মুন্সীগঞ্জ ডাটা শিক্ষকদের ওয়ার্কশপ ও ওরিয়েন্টেশন

কাজী দীপু মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা শিক্ষকগণের দিনব্যাপী ওয়ার্কশপ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত হালনাগাদ তথ্য সংরক্ষণ ও সরবরাহে প্রক্রিয়ার কম্পিউটারের বিভিন্ন আধুনিক পদ্ধতি চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ব্যানবেইসের সহায়তায় উপজেলা মাধ্যমিক অফিস মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ৬০ জন শিক্ষককের আওতাভুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যানবেইসের পরিচালক মো. আহসান আব্দুলাহ প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার রায়না আহমদ বিশেষ অতিথি ছিলেন। জেলা শিক্ষা অফিসার মো. সামছুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কে এম আলমগীর হোসেন, রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ আদর্শ মাদরাসার শিক্ষক আব্দুস সালাম।

Leave a Reply