সরকার পদ্মা সেতু নির্মানের প্রাথমিক কাজ শুরু করেছে

মুন্সীগঞ্জে হুইপ এমিলি
কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে: জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, বিক্রমপুর বাসীর স্বপ্ন ছিল পদ্মা সেতু নির্মান হবে এ এলাকায়। বর্তমান মহাজোট সরকার পদ্মা সেতু নির্মানের প্রাথমিক কাজ শুরু করেছে। পদ্মা সেতু নির্মাণ হলে মুন্সীগঞ্জের লৌহজং থানাকে মডেল থানা করা হবে। বর্তমানে বিক্রমপুরের লেখাপড়ার বান্ধব পরিবেশ হারিয়ে গেছে। তাই শিক্ষার মান বাড়াতে হবে। গতকাল শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং ডিগ্রী কলেজে হাজী নান্নু মিয়া ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্য রাখছিলেন।

হুইপ আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষার হার যত বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের লোকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তা সম্ভব।

লৌহজং উপজেলার নির্বাহি কর্মকর্তা মো. মাহমুদুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, নান্নু বেপারী প্রমুখ। পরে লৌহজং উপজেলায় এস.এস.সি পরীক্ষায় যারা জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply