ঐতিহাসিক মধুর ক্যান্টিন নিয়ে প্রিয়ন্তির নতুন ধারাবাহিক

নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মধুর ক্যান্টিন। শাখাওয়াত আল মামুনের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়ন্তি । ধারাবাহিক নাটকটি মধুর ক্যান্টিন-কেন্দ্রিক একটি ডকুফিকশন ড্রামা। ধারাবাহিক নাটক প্রসঙ্গে নাটকের পরিচালক শাখাওয়াত আল মামুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে যার নাম, সেই আমাদের ঐতিহাসিক মধুর ক্যান্টিন। এখনো গতিময় সমানতালে জনপ্রিয় একটি রেস্তরাঁর নাম মধুর ক্যান্টিন। হাজারো হাসি-কান্না, সুখ-দু:খ এবং আন্দোলনের নীরব সাক্ষী মধুর ক্যান্টিন। নির্বোধ, জড়াজীর্ণ মধুর দেয়াল, চেয়ার, টেবিল সব কিছুতেই রয়েছে অনেক স্মৃতি, অনেক ইতিহাস। চলমান শিল্প, সাহিত্য, রাজনীতির গতিময় ঘটনা ঘটার প্রয়োজনে, অনেক প্রবীণ ও নবীন রাজনৈতিক ব্যক্তি এই নাটকে কাজ করবেন। দেশের প্রথম সারির খ্যাতিমান অনেক অভিনেতা-অভিনেত্রী মধুর ক্যান্টিন নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত, মুখরিত একটি রেস্তরাঁর নাম মধুর ক্যান্টিন। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন সবার প্রিয় মধুদা। এরপর তারই সুযোগ্য সন্তান অরুণদা মধুর ক্যান্টিন এখনো পর্যন্ত গতিময় করে রেখেছেন। এই নাটকে অরুণদাও স্বচরিত্রে অভিনয় করবেন। অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা এই নাটকের বিশেষ চরিত্রে অভিনয় করবেন। বর্তমান সময়ের নিয়মিত অভিনেতা-অভিনেত্রী যারা এই নাটকে কাজ করবেন তাদের মধ্যে শংকর শাওজাল, বন্যা মির্জা, সমু চৌধুরী, রুনা খান, ডা. এজাজ, সুইটি, নাফিজা, তিন্নী, সিমন্তী, পিংকী, আসলাম সানী, শাহাদাত হোসেন নিপু, সাইফ বাবু, তমাল, বাপ্পী আশরাফ ও শরিফ সারোয়ার অন্যতম। নাটকটির শুটিং শুরু হয়েছে। ধারাবাহিক নাটকটি দেশের যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করা হবে। এই নাটকের নাট্যকার ও পরিচালক শাখাওয়াত আল মামুন বলেন, নাটকটি দর্শক দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে। এ ছাড়া আমি ইতোমধ্যে ট্রিপল জিরো নামে আরো একটি মেঘা ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছি।


Leave a Reply