কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নতুন সিভিল সার্জন যোগদান না করায় ৬ মাসে ৫ জন ভারপ্রাপ্ত সিভিল সার্জন দিয়ে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিচালিত হওয়ায় ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্য সেবা। এতে জেলার ১৫ লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমনকি সিভিল সার্জন না থাকায় ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরাও সঠিক সময়ে তাদেরও বেতন উত্তোলন করতে পারছে না।
সূত্র জানায়, মুন্সীগঞ্জে সিভিল সার্জন হিসেবে এনায়েত করিম ২০০৮ সালের ৩০ ডিসেম্বর বদলি হলে তার স্থলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রশীদ নামের নাক, কান, গলা বিভাগের এক কনসালটেন্ট। তিনি চলতি বছরের ২১ ফেব্র“য়ারি দায়িত্ব ছেড়ে দিলে তারস্থলে ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেন ডা. সাজেদুল ইসলাম। তিনি ২৮ মে দায়িত্ব ছেড়ে দেয়ার পর আবার দায়িত্ব নেন ডা. আব্দুর রশীদ। তিনি ২৮ মে দায়িত্ব গ্রহণ করলে ২৫ দিন পর তাকে পরির্বতন করে ২২ জুন ডা. সুদীপ কুমার বোসকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেয়া হয়। তিনিও গতকাল সোমবার এলপিআরে চলে গেছেন। এখন আবার আব্দুর রশীদকে দায়িত্ব দেয়া হয়েছে। জানা গেছে, গত ৬ মাসে নতুন সিভিল সার্জন যোগদান না করায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন দিয়ে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ পরিচালিত হওয়ায় ভেঙে পড়েছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। এমনকি এখানে কর্মরত ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন উত্তোলন করতে পারছে না। কর্মকর্তারা জানায়, সঠিক সময়ে বেতন তুলতে না পারায় প্রতিটি পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। এ কারণে কর্মকর্তা কর্মচারীরা মনোযোগ দিয়ে তাদের দায়িত্ব পালন করছে না।
Leave a Reply