মুন্সীগঞ্জে পাঠকজমিনের উদ্যোগে স্মরণসভা ও বৃত্তি প্রদান

বিক্রমপুরের কৃতী সন্তান, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবী ও সাহিত্যসেবী আবদুল হাকিম বিক্রমপুরীর ২২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দৈনিক মানবজমিন এর পাঠকজমিন। গত ৪ঠা জুলাই বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাঠকজমিন, মুন্সীগঞ্জের উদ্যোগে এক স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক শহীদুল হক খান, মুন্সীগঞ্জ পৌর মেয়র এডভোকেট মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আফজাল হোসেন ভূঁইয়া ও জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ-উল-ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম ঢালী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজল, পাঠকজমিনের সদস্য-সচিব হাবিবুল্লাহ হাবিব। আবদুল হাকিম বিক্রমপুরীর জীবনী পাঠ করেন নাট্যকর্মী ও শিক্ষিকা সাবেরা আক্তার ছবি। অনুষ্ঠান পরিচালনা করেন পাঠকজমিন মুন্সীগঞ্জের আহ্বায়ক নির্তেশ সি দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার, মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. সাইফুল ইসলাম, এভিজেএম সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সামিয়া আক্তার, কে.কে. গভ. ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্র মো. কাওসার আহম্মদ, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. হাসান মিয়া, রনছ-রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা শিকদার ও মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শফিকুল ইসলামকে নগদ এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন।

Leave a Reply