বুড়িগঙ্গায় দুই লঞ্চে অভিযান, অর্ধশত তরুণ-তরুণী আটক

অসামাজিক কার্যকলাপের অভিযোগ
বুড়িগঙ্গায় প্রমোদতরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫৩ জন তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকালে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া দুইটি লঞ্চে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সকালে সদরঘাট থেকে এমভি রেডসান-২ ও এমভি অভিযান-৩ লঞ্চ দুটি মুন্সীগঞ্জের দিকে রওনা দেয়। লঞ্চ দুটি পোস্তগোলার মিলব্যারাক পুলিশ লাইনের কাছাকাছি আসলে র‌্যাব ঘাটে ভেড়ানোর নির্দেশ দেয়। পরে র‌্যাব সদস্যরা লঞ্চের বিভিন্ন কক্ষ থেকে ৪২ জন তরুণী ও ১১ জন তরুণকে আটক করে। এদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আনা হয়। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১০ এর পরিচালক এডিশনাল ডিআইজি এসএম কামাল হোসেন বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পর্যটন ব্যবসার নামে এ ধরনের কার্যকলাপ করায় পর্যটন খাতের সুনাম নষ্ট হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঐ লঞ্চে অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১১মে এমভি রেডসান লঞ্চে অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় আনসার সদস্যদের সঙ্গে তরুণ-তরুণীদে সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছিল।

[ad#co-1]

Leave a Reply