গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে বৃদ্ধি পেয়েছে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি। গজারিয়ার চারদিকে মেঘনা নদী। উপজেলার ৪টি ইউনিয়ন এখনও উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্নতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অজান্তে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। অন্যদিকে মহাসড়কের পাশে গড়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের আস্তানা। ফলে মাদকাসক্তরা রাতে নেশা করে পথচারীদের ওপর হামলা চালায়। ছিনিয়ে নেয় তাদের মালামাল এবং টাকা। এসব ঘটনায় পুলিশের কাছে মামলা করতে গিয়ে অনেক ভুক্তভোগী পুলিশের হয়রানির শিকার হয়েছেন এমন বহু অভিযোগ রয়েছে। এছাড়া মামলা হলেও আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। গত ৯ই এপ্রিল হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর গ্রামের যুবলীগ নেতা সোহানুর রহমান শিপন (২৯) কে তার প্রতিপক্ষ কুপিয়ে জখম করে। ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে নিহতের ভাই থানায় মামলা করে। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকারীরা পুলিশের নাকের ডগায় ঘুরাফেরা করলেও পুলিশ তাদের না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। গত ১৫ই জানুয়ারি রায়পাড়ার ৯ বছরের শিশু রাসেল এবং ১৫ই মার্চ যষ্টিতলার গোলবক্সের ছেলে রিয়াজ (৩০)কে হত্যা করা হয়। ১৯ শে মার্চ শিমুলিয়া গ্রামের আলম (৫২) কে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এসব ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি। এছাড়া ইসমানির চর গ্রামে গত ১৭ই জানুয়ারি আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১২ জন আহত হয়। ওই সময় ৪টি ঘর ভাঙচুর করা হয়। ১৪ই ফেব্রুয়ারি আশ্রাবদি গ্রামে ২টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে ৭ জন গুলিবিদ্ধ হয়। ১৮ই মার্চ ষোলআলী ও বৈদ্যারগাঁও গ্রামে আওয়ামী-বিএনপি’র সংঘর্ষে ৩০ জন আহত হয়। এছাড়া গত ৬ মাসে চাঁদাবাজির ঘটনা ঘটেছে ২০টি। মামলা হয়েছে ৪/৫টি। কোনটিরই কোন অগ্রগতি নেই। গত মাসে গজারিয়া থানার মাসিক আইনশৃঙ্খলা সভায় এসব বিষয় নিয়ে অনেকে অভিযোগ করেন। সভায় বলা হয়, পুলিশের ছত্রছায়ায় মাদক ব্যবসা ও চোরাকারবারি ব্যবসা চলছে। ওসি মোজাম্মেল বলেন, দেশের অন্যান্য থানার চেয়ে গজারিয়া থানার আইনশৃঙ্খলা ভাল। চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম রোধে পুলিশ তৎপর রয়েছে।
[ad#co-1]
Leave a Reply