শ্রীনগরে চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রামবাসীর মিছিল

শ্রীনগরের বালাসুর ও কামারগাঁও এলাকায় মঙ্গলবার রাতে চাঁদাবাজ-সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দুই শতাধিক গ্রামবাসী। মিছিলটি বালাসুর গ্রাম থেকে ভাগ্যকুলস্থ র‌্যাব-১১ কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী ফজলুল হক চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়। গ্রামবাসী জানায়, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল ও তার লোকজন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এতে সকলে অতিষ্ঠ হয়ে উঠেছে। এর প্রতিবাদে গ্রামবাসী মিছিল করে।

Leave a Reply