নতুন ধারাবাহিক নিয়ে আসছেন ইমদাদুল হক মিলন

নির্মিত হচ্ছে জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের রচনায় ও শামসুদ্দিন খান হিরুর পরিচালনায় ধারাবাহিক নাটক এক যুবকের গল্প। ১৩ পর্বের এ ধারাবাহিক নাটকটি ভার্মিলন প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হচ্ছে। পরিচালক সূত্র জানায়, নাটকটি বিটিভিতে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন­ শোয়েব, রুনা খান, শিরিন বকুল, সাজ্জাদুর রহমান ইনি, জ্যোতিকা জ্যোতি, লীনা আহমেদ, আবুল কাশেম, খায়রুল ইসলাম পাখি, ক্যামেলি মুক্তি, মাহিয়া, বাবর প্রমুখ।

নাটকের কাহিনী প্রসঙ্গে ইমদাদুল হক মিলন বলেন, এক যুবকের গল্প নাটকটি রোমান্টিক প্রেমের গল্প। এখানে চার বছর পর জার্মান থেকে ফিরে আসে মাহি। সে একটু জেদি টাইপের ছেলে। মাহি দেশে আসতেই ব্যস্ততা যেন আরো বেড়ে গেছে মাহির ভাই ও ভাবীর। যে করেই হোক এবার একটা বিয়ে দিতেই হবে মাহির। যদিও মাহি মেয়েদের একটু এড়িয়ে চলে। কিন্তু ভাই ও ভাবীর কথার অবাধ্য হওয়ার সাহস তার নেই। তাদেরও ভাবনা চাচাতো বোন নীলার সাথে মাহির বিয়ের কথা। এরই মধ্যে সবাই যেন ব্যস্ত মাহির পাত্রী খুঁজতে। মাহির ভাই তার অফিসের কলিগের বিয়ের জন্য একটি পাত্রীর ছবি নিয়ে আসে বাসায়। ঘটনা ক্রমে সেই পাত্রীর ছবি দেখে মাহি। দেখতেই ছবির মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মাহি। এরপর শুরু হয় ছবির মানুষটিকে খোঁজার পালা। দেখার পর অনেক ঘটনা ঘটে। শশী নামের এই মেয়েটির সাথে শুরু হয় মাহির গভীর সম্পর্ক। সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ের কথা আসতেই শশীর বাবা অস্বীকৃতি জানায় এই বিয়েতে। কারণ হিসেবে বলেন, সে একজন খুনি। চার বছর আগে উত্তরায় একটি লেকের পাড়ে মাহির উপস্খিতিতে তার এক বìধু একজনকে খুন করে। এরপর আর একটি খুনের মামলার আসামি মাহি। পুলিশের কাছে মাহিকে নির্দোষ প্রমাণ করতে চায় নীলা। এভাবে ঘটনা আগাতে থাকে। নাটকটি নিয়ে পরিচালক শামসুদ্দিন খান হিরু বলেন, নাটকের প্রতিটি পর্বে আলাদা করে একটা চমক থাকবে। আশা করি দর্শক তা উপভোগ করবেন।

[ad#co-1]

Leave a Reply