দলবদলের খেলা

বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ আমলের নির্বাচিত মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর কমিটি ভেঙে দিয়ে নিজেদের লোক বসিয়েছিল। ওই সময়ে সাধারণ এবং পরবর্তী পর্যাযে সদস্য সচিব পদে অধিষ্ঠিত থাকা সাংবাদিক আরিফ-উল-ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। প্রকৃতপক্ষে তিনি অসাংস্কৃতিক ঘনিষ্ঠজনদের নিয়ে শিল্পকলা একাডেমীর যথেষ্ট ক্ষতি করে গেছেন। বর্তমানে মহাজোট সরকার ক্ষমতায় এসে বিএনপির মতো করেই আগের সবকিছু বাদ ফেলে গঠন করেছে ১৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি। পদাধিকারবলে এর আহ্বায়ক হয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন। আর সদস্য সচিব হিসেবে সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের নাম এসেছে। কিন্তু মাঝের দুঃসংবাদ হলো, নতুন সদস্য সচিব নিজের খেয়াল-খুশিতায় এ কমিটিতে ঘনিষ্ঠজনদেরই ঢুকিয়ে নিয়েছেন।

বিষয়টি নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে নতুন কমিটির সদস্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভানেত্রী খালেদা খানম বলেন, রাতের আঁধারে অনিয়ম ঘটানো হয়েছে। শুধু আমি নই, মুন্সীগঞ্জের ৩০টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।

[ad#co-1]

Leave a Reply