মাদক প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ

মহিবুর রহমান
বর্তমানে মাদক একটি সামাজিক সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক ব্যবহারকারীরা মাদকের অর্থের জোগান দিতে জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধকর্মে। নষ্ট হচ্ছে সমাজের ও পরিবারের শান্তি-শৃঙ্খলা।

মাদকসেবীরা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষে পরিণত হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে মৃত্যুর দ্বারপ্রান্তে। এরা সবাই আমাদেরই কারও ভাই-বোন বা আত্মীয়স্বজন। প্রতিদিন কতটি নতুন মুখ এ পথে পা দিচ্ছে তার হিসাব রাখা অসম্ভব। তাহলে এর সমাধান কোথায় এবং নিজেদের মাদকের হাতে সঁপে দেওয়ার কারণই বা কী। মাদকের সহজলভ্যতা, বন্ধু-বান্ধবের প্ররোচনা এবং হতাশাই মাদক সেবনের মূল কারণ।

মাদকের হাত থেকে আমাদের যুবসমাজকে বাঁচাতে হবে। মাদককে ‘না’ বলার জন্য পারিবারিক মূল্যবোধ ও ব্যক্তিগত সদিচ্ছাই বড় কথা। কোনো প্ররোচনা বা হতাশাই মাদককে ‘হ্যাঁ’ বলাতে পারবে না যদি পারিবারিক মূল্যবোধ ও আদর্শিক শিক্ষার ভিত্তি মজবুত হয়। নতুন প্রজন্মকে বাচাতে এবং সোনার বাংলা গড়ে তুলতে প্রত্যেকটি শিশুর মনে মূল্যবোধ ও আদর্শিক বীজ বপনের বিকল্প নেই, যার শুরুটা হতে হবে পরিবার থেকেই।

শিক্ষার্থী
সরকারি তিতুমীর কলেজ।
mahibbd@gmail.com

[ad#co-1]

Leave a Reply