হাবিবের সুরে ডলি সায়ন্তনী

সংগীতের চলমান শীর্ষ দামি তারকা হাবিব। স্বাভাবিকভাবেই তার ডাকের অপেক্ষায় থাকেন দেশের অন্য অনেক তারকাও। এটাই স্বাভাবিক। কারণ কথায় রয়েছে শেষ ক’বছর ধরে হাবিব যাই ধরেন তাই সোনা হয়ে ফলায়। ফলে অনেক তারকা শিল্পীই ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছেন হাবিবের সুরে অ্যালবাম তৈরির। মজার তথ্য হচ্ছে এসব অবাধ আগ্রহ আর অর্থের বিপরীতে হাবিব খুব একটা টলেননি। বরং চলেছেন নিজের মতো করে নীরব গতিতে। আর পুরনোদের এমন অতি আগ্রহের বিপরীতে এ পর্যন্ত নতুনদেরই তিনি বেশি ডেকেছেন, সুযোগ দিয়েছেন জ্বলে উঠবার। তবে এবার তিনি নতুনদের সঙ্গে প্রথমবারের মতো ডেকেছেন পুরনো শিল্পী ডলি সায়ন্তনীকে। এ ক্ষেত্রে বাজার চলতি পুরনো তারকাদের মধ্যে ডলি সায়ন্তনী ভাগ্যবতী- এমন মন্তব্য করাই যায়। কারণ এর আগে পুরনোদের মধ্যে হাবিবের সুরে একমাত্র প্লে-ব্যাক করেছেন দেশের শীর্ষ শিল্পী কোকিলকণ্ঠী সাবিনা ইয়াসমিন। এছাড়া হাবিবের সুর-সংগীতে প্রায় সব গানেই কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠ শিল্পীরা। এদিকে হাবিব সূত্রে জানা যায়, বরাবরের মতো এবারের ঈদেও থাকছে তার অডিও চমক। আর সেই চমকের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন ডলি সায়ন্তনী।

সোহেল আরমানের প্রথম চলচ্চিত্র ‘এইতো প্রেম’-এর অডিও সিডির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ন্যান্সি, কণা, জুলি’র বাইরে গাইবার জন্য ডলির ডাক পাওয়া প্রসঙ্গে হাবিব বলেন, আমার মনে হয়েছে উনার জন্যই এ গানটি পারফেক্ট। ফলে উনাকে ডেকেছি। উনি আমার প্রত্যাশাকেও অতিক্রম করেছেন গানটিতে কণ্ঠ দিয়ে। যেটা অন্য কাউকে দিয়ে সম্ভব হতো না। আর অনেকেই বলে থাকেন আমি ঘুরেফিরে ন্যান্সি-কণাদের মধ্যে সীমাবদ্ধ। অনেক সিনিয়র গুণী শিল্পীও এটা নিয়ে নাখোশ। আমি যতদূর জানি, সেটা যদি হতো তাহলেতো আমি ডলি সায়ন্তনীকে ডাকতাম না। আমার কাছে আগে হচ্ছে গান কিংবা গানের গল্প কি চায়, সেটা। এদিকে জানা যায়, ১৫ রোজার মধ্যে প্রকাশ প্রতীক্ষিত ঈদ বাজারের সর্বোচ্চ দামি (১৫ লাখ টাকা) এ অডিও অ্যালবামটিতে থাকছে মোট ছয়টি গান। এর মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, হাবিব এবং ন্যান্সি।

[ad#co-1]

Leave a Reply