টঙ্গীবাড়ীতে সড়কগুলোর বেহাল দশা

tongibari roadজাহাঙ্গীর আলম টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)
কাদার মধ্যে দেবে গেছে চাকা। বìধ হয়ে গেছে ট্রাকের ইঞ্জিন। টঙ্গীবাড়ী-হাসাইল সড়কে এবার বর্ষায় এমন দৃশ্য প্রায়ই দেখা গেছে
টঙ্গীবাড়ী উপজেলার সড়কগুলোর বেহাল দশা। এগুলোর সংস্কারের অভাবে জনগণের দুর্ভোগ বাড়ছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বাড়ির পাশ থেকে মটুকপুর পর্যন্ত হাসাইল টঙ্গীবাড়ী রাস্তার ১ কিলোমিটার যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। যার দরুন স্কুল, কলেজ, মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। এ সড়ক নিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের সব মানুষের রয়েছে ক্ষোভ। বাধ্য হয়ে এ রাস্তা দিয়ে প্রতিদিন বাস-ট্রাক যাতায়াত করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
তিন-চার বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় মাঝে মাঝেই গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গাড়ি চলাচল দুরূহ হয়ে পড়ে। মালবাহী ট্রাক ও বাস প্রায় প্রতিদিনই গর্তে আটকা পড়ে।
এ ছাড়া উপজেলার সিদ্ধেশ্বরী পোদ্দারপাড়া রাস্তার, সাতুল্লা পাঁচগাঁও রাস্তা, খলাগাঁও কামারখাড়া রাস্তা, মটুকপুর আড়িয়াল রাস্তা, ব্রাহ্মণভিটা সিদ্ধেশ্বরী রাস্তা, বাঘিয়া লাখারন রাস্তা, রহিমগঞ্জ বাজার মারিয়ালয় রাস্তা অত্যন্ত নাজুক যা জনগণের চলাচলে মারাত্মক বিঘí ঘটছে।

Leave a Reply