ফিরছেন হাবিব

নিজের একক সুরে-সংগীতে প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রের গানের অ্যালবাম ‘এইতো প্রেম’ এর মোড়ক উন্মোচন করেই দেশ ছেড়েছিলেন তিনি। ছাড়ার আগে বলেছিলেন, এ ক’বছর অনেক মৌলিক কাজ করলাম। ক্লান্ত হয়ে গেছি। এবার ফের একটু ইউ টার্ন …। মানে বন্ধু কায়া-হেলালের জন্য আবারও কিছু করতে চাই। এমনিতেই ওরা অভিমান করে আছে। আমারও ওদের সঙ্গে আবার একটা কাজ করতে ইচ্ছে করছে। যাবার আগে ‘এইতো প্রেম’ এবং মিলন মাহমুদকে নিয়ে অনেকদিন পর গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরি করে গেলাম। আশা করছি দুটোই আপনাদের ভাল লাগবে। আনন্দময় হবে ঈদ উৎসব। দেশ ছাড়ার আগে এমন আশাবাদ খুব একটা মিথ্যে হয়নি। এর মধ্যে ‘স্বপ্ন যাবে বাড়ি’ জিঙ্গেলটি তো নতুন করে বিজ্ঞাপন বাজারটাকে নেড়ে দিয়েছে। তবে ‘এইতো প্রেম’ এর গান সে অর্থে এখনও বাজেনি, বাজবে হয়তো হাবিব দেশে ফিরলে! এদিকে রোজার ঈদ পেরিয়ে টানা একমাস পর আগামীকাল (৬ই অক্টোবর) সুইডেন থেকে ফিরছেন হাবিবুল ওয়াহিদ হাবিব। তবে এ একমাস বেশিরভাগ সময় তিনি সুইডেনে ছিলেন না, ছিলেন লন্ডনে। সুইডেন গিয়েছেন গেল পহেলা অক্টোবর স্টেজ শো’র আমন্ত্রণে। এর আগে প্রায় একমাস তেমন কোনো শো ছাড়াই অবস্থান করেছেন লন্ডনে। সঙ্গে ছিলেন প্রবাসী বন্ধু কায়া এবং হেলাল। বছর পাঁচেক আগে কায়ার ‘কৃষ্ণ’ অ্যালবামটির ব্যাপক সফলতার পর এ দু’জনকে নিয়ে হাবিব প্রকাশ করে ‘মায়া’ নামের একটি দ্বৈত অ্যালবাম। এটিও বেশ সফলতা পায়। তবে এরপর হাবিব নিজের একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লে দুই প্রবাসী শিল্পীকে সে অর্থে পাওয়া যায়নি। এবার সেই লম্বা ঘাটতি পূরণের লক্ষ্যেই হাবিব উড়াল দেন কায়া-হেলালের কাছে। গেল এক মাসে সেখানে এ দু’জনের কণ্ঠ থেকে রেকর্ড করেন আটটি গান। হাবিবের বরাত দিয়ে পিতা ফেরদৌস ওয়াহিদ জানান, এবারও দু’জনের কণ্ঠে থাকছে সবক’টি সিলেটের আঞ্চলিক গান। সে লক্ষ্যে এরই মধ্যে হাবিব আটটি গানের ভয়েস রেকর্ড নিয়ে আসছে, দেশে এসে সেই ভয়েজের উপর মিউজিক বসানো হবে। জানা যায়, আগামী ভালবাসা দিবসকে লক্ষ্য করেই এ অ্যালবামটির কাজে হাত দিয়েছেন হাবিব। হাবিবের বর্তমান ব্যস্ততা এখানেই শেষ নয়, তার সিডিউল খাতা থেকে জানা যায়, দেশে ফিরেই চলতি মাসের ৯,১৬ এবং ২২ তারিখে তিনটি একক শোতে অংশ নিবেন স্বদেশে। এরপর ২৬শে অক্টোবর পিতা ফেরদৌস ওয়াহিদ ও নিজের আবিষ্কার ন্যান্সিকে সঙ্গে নিয়ে উড়াল দিবেন দুবাই। সেখানে শো শেষ করে দেশে ফিরবেন চলতি মাসের শেষ দিনে।

Leave a Reply