মুন্সীগঞ্জের সিরাজদীখানে মঙ্গলবার ছিল দু’দিনব্যাপী অনুষ্ঠিত লালন উৎসবের শেষ দিন। টেকেরহাটের বটতলায় দেশ-বিদেশ থেকে দলে দলে লালনভক্ত ও অনুরাগীরা এখানে এসেছেন। পদ্মহেম ধাম সংগঠনের পুরনো ছাপড়া ঘরের একপাশের বেড়া সরিয়ে এবারের লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধু সঙ্গের আসর বসে। দু’দিনের আসরে ভক্তকুল রাতভর লালনগীতির আসর জমায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত ভক্তের সংখ্যা বাড়ে, রাতের গভীরতার সঙ্গে ভক্তদের ভাবও বাড়ে। সোমবার পদ্মহেম প্রাঙ্গণে লালন সঙ্গীত বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে লালনের ওপর আলোচনা হয়। লালন গবেষক আবুল আহসান চৌধুরীসহ ড. ফজলুল আলম, কবি ফারুক মাহমুদ, নায়লা আজাদ নূপুর, লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধু সঙ্গের সভাপতি আবদুল মান্নান কোম্পানি আলোচনা করেন।
লালন সাধক দরবেশ নহির শাহের গান পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীতের আসর শুরু হয়। এবারের আসরে এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের লালন সাধক সাধন দাস বৈরাগীসহ অন্যান্য শিল্পী। এখানে লালনের গান গেয়েছেন মহররম শাহ, শামসুল শাহ, টুনটুন শাহ, মজনু শাহ, ফকির আবদুর রাজ্জাক, রঞ্জনা ফকিরানী বুড়ি, কোহিনূর আক্তার গোলাপী, ফকির আনু শাহ, মোক্তার ফকির, আলতাফ ফকির, রিয়াজ শাহ, শাহ আলম ফকির, মেহেরপুরের আফসার শাহ, মুন্সীগঞ্জের আবুল হোসেন, ফকির কবির হোসেন, ফকির তকবির হোসেন, ভারতের বর্ধমানের লালন সাধক সাধন দাস বৈরাগী, ভঞ্জন দাস বৈরাগী, সুকুমার মলি্লক, বাউল সুপন রায়, হুগলির মপন দাস বাউল, বোলপুর বীরভূমের মন্তু দাস প্রমুখ। এছাড়া তিন লালনভক্ত জাপানি নাগরিক লালনের গানে আলোচনায় মেতে ওঠেন। এদের মধ্যে কাজু মিকু কাজওয়া লালন সঙ্গীতের ওপর পিএইচডি করেছেন।
Leave a Reply