নর্দমার ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে
মুন্সীগঞ্জ শহরের বর্তমান প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই প্রধান সড়কসহ শহরের বিভিন্ন স্থান তলিয়ে যায়। বেশী বৃষ্টি হলে অনেক বাড়িতেও পানি উঠে। শহরবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করে। বৃষ্টি ছাড়াও ড্রেনের অভাবে মানিকপুর মালপাড়া, বাগমামুদালী পাড়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকায় মানুষের সারা বছরই দুর্ভোগ পোহাতে হয়। মানিকপুর এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন না থাকার কারণে এ সমস্যা হচ্ছে। এছাড়া শহরের অধিকাংশ ড্রেনগুলো সরু ও গভীরতা কম থাকায় জলাবদ্ধতা আরো বেশী সৃষ্টি হচ্ছে। ড্রেনে আটকে থাকা ময়লা আবর্জনা সময় মত পরিষ্কার না করার কারণে সমস্যা আরো তীব্র আকার ধারণ করছে।
শহরের অধিকাংশ ডোবা, নালা, খাল, পুকুর বেশ কয়েক বছর ধরে পৌরসভার অনুমতি ছাড়াই ভরাট করা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান সড়কের থানার সামনে তলিয়ে যায়। সামান্য বৃষ্টি হলে শহরের মানিকপুর ও ইদ্রাকপুরের রাস্তাসহ প্রায় পুরো এলাকা তলিয়ে যায়।
মানিকপুরবাসীর দুর্ভোগ এবছর চরম আকার ধারণ করেছে। এখানে পানি নিষ্কাশনের জন্যে কোন ড্রেন নেই। এলাকায় বেশ কয়েকটি পুকুর ছিল তাও ভরাট হয়ে যাওয়ায় প্রায় সারা বছরই মানিকপুর অধিবাসীদের পানির মধ্যেই বসবাস করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে বাড়িঘর ও সড়কে পানি উঠে যায়।
মানিকপুরের আতিকুর রহমান টিপু, বাবুল, সালামসহ এমন অনেকেই জানান, এখানে দ্রুত ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা পৌরসভা না নিলে ভবিষ্যতে এই এলাকা মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। শহরের কয়েকটি এলাকায় প্রায় ৬ মাস আগে ড্রেন নির্মাণের কাজ শুরু করে কাজ শেষ করার আগেই বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। দীর্ঘদিনের এসমস্যা সমাধানের জন্য শহরবাসী অসংখ্যবার পৌরসভা কর্তৃপক্ষকে জানালেও এ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট মুজিবুর রহমান জলাবদ্ধতা শহরের অন্যতম প্রধান সমস্যার কথা স্বীকার করে জানান, ড্রেনগুলোও এডিবি’র (এশিয়ান উন্নয়ন ব্যাংকের) অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। সংস্কার কাজের গুণগত মান খারাপ হওয়ার আশঙক্ষায় সড়কের পাশাপাশি ড্রেনগুলোর কাজও বর্ষা ও বৃষ্টির জন্য দু’মাস বন্ধ রাখতে বলেছে এডিবি। দু’মাসের মধ্যে ১ মাস শেষ হয়ে গেছে। ১মাস পরেই সড়কের সংস্কার কাজ আবার চালু হবে।
Leave a Reply