লৌহজংয়ে হাসপাতালে সন্ত্রাসী হামলায় ৩৫ আহত

লৌহজং সদর হাসপাতালে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় রোগীসহ ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা ডাক্তার ও নার্সদের দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এসময় পুরো হাসপাতাল এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। জানা গেছে, মঙ্গলবার বিকালে লৌহজং উপজেলা কমপ্লেক্স মাঠে আন্তঃস্কুল ফুটবল খেলায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ঐশীকে (১১) খেলার মাঠে স্থানীয় হাট ভোগদিয়া গ্রামের বখাটে যুবক অস্টিন, লিখন, বাবুসহ তার বন্ধুরা উত্ত্যক্ত করে। জানাজানি হলে স্থানীয় এক মুরব্বি বখাটে অস্টিনকে চলে যেতে বলেন। খেলা শেষে বখাটেরা দলবল নিয়ে রড, চাপাতি, রামদা ও হকিস্টিক নিয়ে মিতু, সেতু ও ঐশীকে ধাওয়া করে। তারা দৌড়ে লৌহজং সদর হাসপাতালে আশ্রয় নেয়। এসময় অস্টিন ও তার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালে হামলা চালায়। লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং দ্বিতীয় ও তৃতীয় তলার ডাক্তার, নার্স ও রোগীদের দেড়ঘণ্টা অবরোধ করে রাখে। হাসপাতালে থাকা রোগীদের মারধর করে। হাসপাতালের গ্লাস, টেবিল ভাংচুর করে। দেড়ঘণ্টায় হাসপাতাল রণক্ষেত্রে পরিণত হয়। হামলায় গুরুতর আহত হয় সেতু (১৪), সুমন (১২), সবুজ (১৮), টিটু (২৭), মিতু (২০), বাদশা (২৫), রোগী রশীদ (২৮), সামসুন (২০), আজহার (৩৫), মরিয়ম (২৬)।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিব, এএসপি সার্কেল ফারুকি, লৌহজং থানার সেকেন্ড অফিসার মুসফিকুর রহমানসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ডাক্তার, নার্সদের মুক্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের কমপক্ষে ৭ জনকে গুরুতর আশংকাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply