পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত লৌহজংয়ের ইটভাটা মালিকরা বৈষম্যের শিকার

শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং থেকে
ক্ষতিপূরণ প্রক্রিয়ায় দুর্নীতি ও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় বিক্ষোভ দানাবাঁধছে পদ্মা বহুমুখী সেতুর ক্ষতিগ্রস্তদের মাঝে। ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যে বিক্ষোভ ও সমাবেশ করেছে। পদ্মা বহুমুখী সেতুর ক্ষতিগ্রস্ত ইটভাটার মালিক মেসার্স বসুন্ধরা ব্রিক ফিল্ড ও মেসার্স শরীফ ব্রিক ফিল্ডেল মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ দুলাল বেপারী জানান, পদ্মা সেতুর ক্ষতিগ্রস্ত ইটভাটা ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভার দেখা গেছে। তারা বলেন, পদ্মা বহুমুখী সেতু এলাকায় বসুন্ধরা ব্রিক ফিল্ডটি পড়েছে সেতু এলাকায় আর শরীফ ব্রিক ফিল্ডটি পড়েছে নদী শাসনের আওতায়। বর্তমানে ব্রিক ফিল্ড দুটি নিয়ে চলছে শুভঙ্করের ফাঁকির মতো ঘটনা। দু’টি ব্রিক ফিল্ডের অবকাঠামো ও ব্যবসায়ী ক্ষতিপূরণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি টাকা। কিন্তু ক্ষতিপূরণ কাজে জরিপ পরিচালনাকারী দলটি দুর্নীতির আশ্রয় নিয়ে বসুন্ধরা ব্রিক ফিল্ডের অবকাঠামোর ক্ষতির মূল্য দেখিয়েছেন ৩৬ লাখ ৯৭ হাজার ৩৮৭ টাকা । আর অতিরিক্ত ৫০% হারে মূল্য ধরা হয়েছে আরও ১৮ লাখ ৪৮ হাজার ৬৯৪ টাকা। টিউবওয়েলের ক্ষতিপূরণসহ সর্বসাকুল্যে ৫৫ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। আবার শরীফ ব্রিক ফিল্ডের অবকাঠামো সমপরিমাণ থাকলেও তার ক্ষতিপূরণ বসুন্ধরা ব্রিক ফিল্ডের থেকে ১০ লাখ টাকা কম ধরা হয়েছে। অথচ সরকারের সবরকম অনুমতি ও ছাড়পত্র নিয়ে ২০০১ সাল থেকে ব্রিক ফিল্ড দুটি ইট বানানোর কাজ শুরু করে। তারও ১ বছর আগে ব্রিক ফিল্ড দুটি নির্মণ কাজ শেষ হয়। ওই সময়ে ব্রিক ফিল্ড দুটি নির্মাণে খরচ হয় প্রায় ১ কোটি টাকা। আর বর্তমানে এ ফিল্ড দুটি নির্মাণ করতে প্রায় ৪ কোটি টাকা খরচ পরবে বলে জানিয়েছেন মালিক পক্ষ। ইটভাটা দু’টি দীর্ঘ ৫০ বছর মেয়াদকালে ৩৫ বিঘা জমির উপর নির্মাণ করা হয়। জমির ভাড়া বাবদ ২০ বছরের অগ্রিম দেয়া থাকলেও মাত্র ৯ বছরের মাথায় এ দুটি ইটভাটা পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তের তালিকায় চলে যায়। ৭ ধারার একটি নোটিশে সরকার এ দু’টিকে চূড়ান্তভাবে অধিগ্রহণের আওতায় আনে। ক্ষতিপূরণের জন্য দুই ধারায় দুটি নোটিশ আসে যার একটি আবকাঠামো ও অপরটি ব্যবসায়িক ক্ষতি। বসুন্ধরা ব্রিক ফিল্ডের অবকাঠামো নির্মাণ খরচ ৫৫ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা ধরা হলেও ব্যবসায়িক ক্ষতি ধরা হয়েছে মাত্র ৪৬ হাজার টাকা। অথচ কোম্পানিটির মার্কেটে বকেয়া পাওনা রয়েছে ৫০ লাখ টাকার উপরে। ইটভাটার ৪টি পাক মেইল, ৪টি টিউবওয়েল, ছোট বড় প্রায় ৫০টি লেবার শেড, প্রতিটি পাক মেইলের স্তরে ৫০ হাজার ফুট ইট তৈরির মাটি যার প্রতি ফুট মাটির মূল্য ১৫ টাকা। অথচ ব্যবসায়িক ক্ষতির নোটিশে ক্ষতি ধরা হয়েছে মাত্র ৪৬ হাজার টাকা। আর এসব ইটভাটা প্রতিবছর সরকারকে ভ্যাট দেন দেড় লাখ টাকা, আয় কর দেন ২০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স রিনিউ বাবদ ৫ হাজার টাকা, পরিবেশ ছাড়পত্র বাবদ ২০ হাজার টাকা, বাণিজ্যিকভাবে ভূমিকর শতাংশ প্রতি ১৫ টাকা হারে পরিশোধ করে বছরে প্রতিটি ইটভাটা থেকে সরকারি কোষাগারে সর্বসাকুল্যে প্রায় আড়াই লাখ টাকা জমা দিতে হয়। ব্রিক ফিল্ডের মালিকরা অভিযোগ করেছেন, জেলা পরিষদের এলও শাখার শহিদুল্লাসহ সার্ভেয়াররা মোটা অংকের অর্থ দাবি করেন ক্ষতি পূরণের রিপোর্ট দেয়ার জন্য । কিন্তু মালিকপক্ষ হতে কোন প্রকার যোগাযোগ করা না হলে তার আজ ব্যবসায়িকভাবে বৈষম্যের শিকার। তাই ইটভাটা ব্যবসায়ীরা দাবি করেছেন আবার তদন্তের মাধ্যমে তাদের বর্তমান বাজার মূল্য বিবেচনা সাপেক্ষে অবকাঠামো ও ব্যবসায়িক ক্ষতিপূরণ দেয়ার জন্য। নতুবা তারা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।

Leave a Reply